সোমবারের রেকর্ড পরিমাণ দরপতনের পর মঙ্গলবারও ভয়াবহ দরপতনে শুরু হয়েছে লেনদেন। দিনের চার ঘণ্টার লেনদেনের মধ্যে প্রথম ঘণ্টা না পেরোতেই ৮০ শতাংশ দরপতন হয়েছে শেয়ারের। এতে বাজারের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স থেকে ৫৩ পয়েন্ট শেয়ার হাওয়া হয়ে গেছে।
পতন ঠেকাতে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর আগ থেকে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশের বড় ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তাদের নিজেদের হয়ে শেয়ার বিক্রি বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে ব্রোকারেজ হাউসগুলো।
তবে নিয়ন্ত্রক সংস্থার এমন নির্দেশেও কাজ হয়নি।
রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবি শেয়ার কিনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও শেয়ার বিক্রির চাপ বেশি হওয়ায় প্রতিষ্ঠানের চেষ্টা কাজে আসছেনা।
এমতাবস্থায় প্রথম ঘণ্টার লেনদেন পর্যালোচনা করে দেখা গেছে, দরপতনের ভয়াবহতায় লেনদেন শুরুর ৫০ মিনিট পর বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক সোমবারের তুলনায় ৭১ পয়েন্ট বা পৌনে ২ শতাংশ হারিয়ে ৪০৫২ পয়েন্টে গিয়ে ঠেকেছে। এ সময় ৮০ শতাংশেরও বেশি শেয়ার দর হারিয়েছে।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় লেনদেনের পতন শেষমেস কোথায় গিয়ে ঠেকবে তা নিয়ে আতঙ্ক বিরাজ করছে বিনিয়োগকারীদের মধ্যে। ১৯৯৬ ও ২০১০ সালের মত আবারো মহাধসের আশঙ্কা শুরু হয়েছে বলে মনে করছে বিনিয়োগকারীরা।
আনন্দবাজার/তাঅ