ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

গুগলের ম্যাপসের নতুন ফিচার ‘স্পিডোমিটার’

গুগল ম্যাপস যেমন আপনার গাড়ির গতি জানাতে পারে তারসাথে গতি সীমা ছাড়িয়ে গেলেও আপনাকে সতর্ক করতে পারে। গুগলের নতুন সংযোজন ‘স্পিডোমিটার’ নামের  অ্যাপটির মাধ্যমে গাড়ির স্পিডোমিটারটি যদি ভেঙে গিয়ে থাকে তবুও এই তথ্যগুলো জানতে পারবেন।

নতুন সুবিধাটি চালু করতে আপনার ফোনে গুগল ম্যাপসের সর্বশেষ সংস্করণ ইনস্টল করেতে হবে। এ ছাড়া সক্রিয় ইন্টারনেট সংযোগ এবং জিপিএস সেবা চালু থাকা আবশ্যক।

স্পিডোমিটার চালু করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে —

* প্রথমে ফোনের গুগল ম্যাপস অ্যাপটি চালু করে এবং সেটিংসে যেতে হবে।

* নেভিগেশন সেটিংস অংশে স্পিডোমিটার অপশন চালু করতে হবে।

* এবার সুবিধাটি চালু করতে গুগল ম্যাপসে যেতে হবে এবং উপরের বাঁ পাশের কোনার তিন বিন্দু আইকনে আলতো চাপতে হবে।

* এখানে নিচের দিকে সেটিংসে যেতে হবে।

* নেভিগেশন সেটিংস বিভাগের ভেতর স্পিডোমিটার সুবিধাটি লুকানো রয়েছে, নেভিগেশন সেটিংস অপশনে আলতো চাপতে হবে।

* নেভিগেশন সেটিংসে স্পিডোমিটার অপশনটি খুঁজে নিয়ে তা চালু করতে হবে।

* এখন, হোম স্ক্রিনে ফিরে গিয়ে নেভিগেশন মোডে ম্যাপস ব্যবহার করতে হবে। আপনি নিজের গাড়ির গতির সঙ্গে নিচে বাঁ-দিকে একটি ছোট বৃত্ত দেখতে পাবেন।

স্পিডোমিটার সুবিধাটিতে গাড়ি যখন নির্দিষ্ট রাস্তার জন্য অনুমোদিত গতির চেয়ে বেশি গতিতে চলে তখন চালককে সতর্ক করে দেয়।

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন