আফগানিস্তান ও পাকিস্তানে বৈরী আবহাওয়ায় কমপক্ষে ৪৩ জনের প্রাণহানি ঘটেছে। তুষারপাত ও পাহাড়ী ঢলের কারণে সৃষ্ট বন্যার কারণে এই প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে।পাকিস্তানে মৃত ২৫ জনের মধ্যে অধিকাংশই বেলুচিস্তান প্রদেশের। বেলুচিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ইমরান জারকন বলেন, প্রচুর তুষারপাতের কারণে ১৪ জনের মৃত্যু হয়েছে।
অতিরিক্ত তুষারপাতের কারণে সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে আফগানিস্তান ও পাকিস্তানের অনেক জায়গায়।
সূত্র – আলজাজিরা, দ্য ডন
আনন্দবাজার/জায়েদ