ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ওয়ালমার্ট ইন্ডিয়ার ৫৬ নির্বাহী ছাটাই

ওয়ালমার্ট ইন্ডিয়া পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ৫৬ জন নির্বাহীকে বরখাস্ত করেছে। বরখাস্তদের মধ্যে ৮ জন উচ্চপর্যায়ের নির্বাহী রয়েছেন।

বরখাস্তদের মধ্যে অধিকাংশই ওয়ালমর্টের রিয়েল স্টেট বিভাগের সাথে যুক্ত ছিলেন।

ওয়ালমার্ট ভারতে মূলত পাইকারী ব্যবসা করে। কিন্তু তাদের পাইকারী ব্যবসা আশানুুরুপ সফলতা না পাওয়ায় তারা কর্মী ছাটাইয়ের পদক্ষেপ নেয়।

সূত্র – ফোর্বস

আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন