ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

নেত্রকোণা ৫ আসনের ভোট কেন্দ্রে তিনটি ককটেল বিস্ফোরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা ৫ আসনের পূর্বধলা উপজেলার খারছাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গ্রহণের শেষ মুহুর্তে বিকাল ৩:৩০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে কেন্দ্রের সামনে এসে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে অদৃশ্য হয়ে যায়।

এসময় কেন্দ্রে উপস্থিতির সংখ্যা খুবেই কম ছিলো বলে প্রত্যক্ষদোষিরা জানান। সংবাদ পেয়ে সংবাদ ষ্ট্রাইকিং ফোর্স হাজির হয়ে তথ্য প্রমাণদি সংগ্রহ করে। পরে আবার ভোট গ্রহণ শুরু হয়ে নিদিষ্ট সময় পর্যন্ত চলে।

অন্যদিকে একই উপজেলার বিশকাকুনি ইউনিয়নের বাদে পুটিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসা তিন কিশোরকে আটক করেছে আইন শৃংখলা বাহিনী। আটককৃতরা হলেন- রাজন, মাহমুদুল হাসান নাইম, তৈয়ব উল্লাহ।

সংবাদটি শেয়ার করুন