ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ধনীদের উপর ট্যাক্স বাড়ানোর প্রস্তাব বিল গেটসের

বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী বিল গেটস আমেরিকার ধনী লোকদের উপর ট্যাক্স বাড়ানোর প্রস্তাব দিয়েছেন।  তাঁর মতে একটি অযথাযথ সিস্টেমের কারণে সমাজে আয়ের বৈষম্য বাড়ছে। বিলিয়নিয়ানদের তাই আরো বেশি ট্যাক্স পরিশোধ করা উচিত।

তাঁর ব্যক্তিগত ব্লগে তিনি এই কথা লিখেন। ট্যাক্স বাড়ানোর চিন্তাকে সমর্থন জানিয়ে তিনি বলেন, আপনার কাছে বেশি টাকা থাকলে আপনার বেশি পরিমাণে ট্যাক্স দেওয়া উচিত। তিনি আরো বলেন, ধনীরা বর্তমানে যে ট্যাক্স দিচ্ছে তার চেয়ে বেশি দেয়া উচিত তাঁদের। এই ধনীদের মধ্যে আমি এবং মেলিন্ডাও অন্তর্ভূক্ত।

বিল গেটস টানা এক যুগের বেশি বিশ্বের শীর্ষ ধনী ছিলেন। তিনি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও সিইও।

সূত্র – ফোর্বস

আনন্দবাজার/জায়েদ

সংবাদটি শেয়ার করুন