ঢাকা | রবিবার
২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,
৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুর ঢিলেঢালা ভাবে ভোটগ্রহণ শুরু

পিরোজপুর ঢিলেঢালা ভাবে ভোটগ্রহণ শুরু

পিরোজপুর ৩ টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। জেলায় ৭ উপজেলা, ৪টি পৌরসভা ও ৫৩ টি ইউনিয়ন রয়েছে । এখানে মোট ৪২০টি ভোট কেন্দ্র রয়েছে।

রবিবার ভোর ৪ টা থেকে প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার হাতে ব্যালট পেপার সহ নির্বাচনী সকল সরঞ্জামাদী বিতরণ করা হয়।

এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৭৪ হাজার ৯ শত ৯২ জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৪ লাখ ৯২ হাজার ৯৬ জন ও মহিলা ভোটার সংখ্যা ৪ লাখ ৮২ হাজার ৮ শত ৭৩ জন। নারী এবং পুরুষ ভোটারদের জন্য আলাদা আলাদা ভোট কক্ষ সহ মোট ২ হাজার ২ শত ৭৭ টি ভোট কক্ষ রয়েছে। এখানে মোট ৪২০টি ভোট কেন্দ্রের মধ্যে প্রশাসন ১৩০ টি ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে। তবে নির্বাচনী বিভিন্ন সহিংসতার আশংকায় অধিকাংশ ভোট কেন্দ্রকে ঝুকিপূর্ণ বলে মনে করছেন প্রার্থীরা।

উল্লেখ থাকে যে, পিরোজপুর তিনটে আসনে মোট প্রার্থী ১৯ জন ও ১২ টি দল অংশগ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন