আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, অজয় দেবগণের ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ এবং দীপিকা পাড়ুকোনের ‘ছাপ্পাক’ একই দিনে মুক্তি পাবে। সব জল্পনা-কল্পনা শেষ করে গত ১০ জানুয়ারি একইদিনে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবি দুটি। মুক্তির পর থেকেই বক্স অফিসে মুখোমুখি সংঘর্ষ করছে ‘তানহাজি’ ও ‘ছাপ্পাক’।
মুক্তির প্রথম দিনে ‘ছাপ্পাক’ আয় করেছে চার কোটি ৭৫ লাখ রুপি। অন্যদিকে ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ মুক্তির প্রথম দিনই ঘরে তুলেছে ১৫ কোটি ১০ লাখ রুপি।
প্রথম দিন ভাল না হলেও দ্বিতীয় দিনের অপেক্ষায় ছিলো দীপিকা পাড়ুকোনের ছবির দর্শকরা। কিন্তু দ্বিতীয় দিনও ‘ছাপ্পাক’র চেয়ে ৩৫ কোটি ৬৭ লাখ রুপি বেশী আয় করে দীপিকা পাড়ুকোনকে পেছনে ফেলে দিয়েছেন অজয়। কেননা ‘ছাপ্পাক’র দ্বিতীয় দিনের আয় ছিলো মাত্র ১১ কোটি ৬৭ লাখ রুপি। বাণিজ্য গবেষক তরণ আদর্শ বিষয়টি নিশ্চিত করেছেন।
তরণ আদর্শ আরও জানান, ‘ছাপ্পাক’ মুক্তি পেয়েছে ২০০০ স্ক্রিনে। অন্যদিকে ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারির’ চলছে প্রায় সাড়ে তিন হাজার স্ক্রিনে।
আনন্দবাজার/শাহী