শুরু হতে যাচ্ছে পোশাক শিল্প পণ্যের চারটি আন্তর্জাতিক প্রদর্শনী। আগামী বুধবার ঢাকার বসুন্ধরায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে (আইসিসিবি) এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীটি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং মেশিনারি ও সাপোর্ট সার্ভিস,ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স,মেশিনারি এবং গার্মেন্টস এক্সেসরিজ নিয়ে আয়োজিত হচ্ছে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। প্রদর্শনীতে অংশ নিবে বাংলাদেশ, থাইল্যান্ড, স্পেন, ভারত, দক্ষিণ কোরিয়াসহ ২৪টি দেশের মোট ৪৫০টি প্রতিষ্ঠান।
প্রদর্শনীগুলো হলো- গার্মেন্টেক বাংলাদেশ- ২০২০, ১১তম ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক্স সোর্সিং ফেয়ার-২০২০, ১১তম গ্যাপ এক্সপো-২০২০ এবং প্যাকটেক বাংলাদেশ- ২০২০।
এই ব্যাপারে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল কাদের খান জানান, আমরা এই প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছি। যৌথ প্রযোজনায় রয়েছে বিজিএপিএমইএ, আসক ট্রেড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড ও জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল।
প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনীটি চলবে এবং প্রদর্শনীটি শেষ হবে আগামী ১৮ জানুয়ারি।
আনন্দবাজার/এইচ.এস.কে