ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচারণায় নারী নেত্রী উম্মে ফারজানার চমক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল -কমলগঞ্জ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপাধ্যক্ষ ড, মো. আব্দুস শহীদ এমপির নৌকা প্রতীকের প্রচারণায় ভোটারদের দোয়ারে দোয়ারে পৌঁছে ভোট প্রার্থনা করছেন আওয়ামী লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখা নারী সম্পাদিকা ও এমপি কন্যা উম্মে ফারজানা ডায়না।

তাঁর এই সরব প্রচারণা নারী ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলছে। আওয়ামী লীগের এই নারী নেত্রী সভা, সমাবেশ, উঠান বৈঠক ও জণসংযোগ করে বর্তমান ‘নারীবান্ধব’ সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ তুলে ধরছেন। এবং তাঁর প্রতিটি উঠান বৈঠক ও জণসংগোগে নারী ভোটারদের উপস্থিতি লক্ষনীয়। এমপি কন্যা উম্মে ফারজানার মন্ত্রমুগ্ন বক্তব্য শোনে নারী ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে উৎসাহিত আগ্রহী হচ্ছেন। তাঁকে কাছে পেয়ে নারী ভোটারদের মাঝে উৎফুল্লতা দেখা গেছে।

এ আসনে সপ্তম বারের মতো আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। তিনি এ আসন থেকে ৬ বার নৌকা প্রতীকে বিজয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন।

এছড়াও তিনি দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন জাতীয় সংসদের চিপ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির। তাঁর রাজনৈতিক বিচক্ষনতায় নির্বাচনী ২টি উপজেলার রাজনীতি স্থিতিশীল রাখার পাশাপাশি নেতাকর্মীদের রেখেছেন একাট্রা। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, ৬ বারের এমপি গণমানুষের এই নেতা এবার বিজয়ী হলে, তিনি হবেন মৌলভীবাজা-৪ আসনে লাকী সেভেন এমপি। আগামী ৭ জানুয়ারী অনুষ্টিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ ছাড়াও ইসলামী ঐক্যজোট ও ইসলামী ফ্রন্ট নামের দুটি রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনে অংশ নিয়ে ভোট যুদ্ধে শামিল হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন