এক বছরে বগুড়া থেকে বিদেশে রপ্তানি হয়েছে ৬০৭ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার টাকার পণ্য। গত বছর বগুড়া থেকে ভারত ও নেপালে পণ্য রপ্তানির এই পরিমাণ ডলারে ৭ কোটি ২৩ লাখ ৩০ হাজার ৬৩২।
বগুড়া থেকে ভারতে রপ্তানিপণ্যের মধ্যে রয়েছে সেচপাম্প, রাইস ব্র্যান অয়েল, পাটজাত সুতা ও পাটের তৈরি ব্যাগ এবং ধানমাড়াই যন্ত্র। নেপালে রপ্তানি হয়েছে ভুট্টা। এছাড়া আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে বগুড়ার শোভা অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের কারখানা থেকে বাংলাদেশ সায়েন্স হাউসের কাছে ডিজিটাল স্কেল সরবরাহ করে আয় হয়েছে আট কোটি মার্কিন ডলার।
প্রধানত সেচপাম্প রপ্তানির মধ্য দিয়েই বগুড়ার পণ্য বিদেশে রপ্তানি শুরু হয়। বর্তমানে অনেক রপ্তানিকারকই বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি থেকে সার্টিফিকেট অব অরিজিন নিয়ে পণ্য রপ্তানি করছেন। এছাড়া অনেকে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ চেম্বার থেকেও সার্টিফিকেট অব অরিজিন নিয়ে পণ্য রপ্তানি করছেন। বর্তমানে ভারত, নেপাল ছাড়াও বগুড়ার পণ্য ইউরোপ, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, চীন, জাপানসহ বিশ্বের অন্যান্য অনেক বাজারেও রপ্তানি হচ্ছে।