ঢাকা | বৃহস্পতিবার
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে বিভিন্ন প্রার্থীদের গণসংযোগ অব্যাহত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার জয়পুরহাট -১ ও জয়পুরহাট -২ এ দুটি আসনের সংসদ সদস্য(এমপি) পদপ্রার্থীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। ইতোমধ্যে ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে শহর-গ্রাম, মহল্লার অলিগলি, বিভিন্ন হাট-বাজার সহ পুরো নির্বাচনী এলাকা। মাইকিং, মিছিল ও সভা- সমাবেশের পাশাপাশি ভোটারদের বাসা-বাড়ি ও দোকান পাটে গিয়ে গণসংযোগ করছেন প্রার্থীরা। তারা বিতরণ করছেন তাদের নির্বাচনী প্রতীক সহ লিফলেট – হ্যান্ড বিল। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জয়পুরহাট- ১ আসনের নৌকা প্রতীকের আওয়ামী লীগের এমপি পদপ্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু পাঁচবিবি উপজেলার আটাপুর ও বাগজানা ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন ।

ট্রাক মার্কার স্বতন্ত্র প্রার্থী রায়হান মন্ডল মনু জয়পুরহাট পৌর শহর  ও পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা, কাঁচি মার্কার স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ মোল্লা জয়পুরহাট পৌর শহর, সদরে ও চকবরকত ইউনিয়ন এবং ঈগল পাখি মার্কার স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা জহুরুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের নৃ-গোষ্ঠী পল্লী, ইউনিয়নের পুরানাপৈল বাজার  এবং জয়পুরহাটের খঞ্জনপুর পৌর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

অপর দিকে জয়পুরহাট-২  আসনের নৌকা প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী আবু সাঈদ আল মাহমুদ স্বপন আজ বৃহস্পতিবার ক্ষেতলাল পৌরসভা এলাকা আক্কেলপুর উপজেলার  রায়কালি ও তিলকপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ এবং তিলকপুর হাটে পথসভা পথসভা করেছেন।

সংবাদটি শেয়ার করুন