ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জে শেখ হাসিনাসহ ১৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নিবার্চনী আসন গোপালগঞ্জ ৩সহ গোপালগঞ্জের ৩টি আসনের প্রতিক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

আজ সোমবার সকাল দশটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত গোপালগঞ্জের জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা পশাসক কাজী মাহাবুবুল আলমের কার্যালয়ে এ প্রতিক বরাদ্দ করা হয় ।

গোপালগঞ্জ ১, ২ ও ৩ আসনের ১৭জন প্রার্থীর মধ্যে গোপালগঞ্জ ৩ আসনে নৌকার প্রার্থী ৭বারের এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে লড়বেন ৫জন, গোপালগঞ্জ দুই আসনে নৌকার প্রার্থী ৮বারের এমপি শেখ ফজলুল করিম সেলিমের সাথে লড়বেন ৫জন ও গোপালগঞ্জ ১ আসনে ৫ বারের এমপি লেঃ কনেল অবঃ মুহাম্মাদ ফারুক খানের সাথে লড়বেন ৪জন।

প্রতিক বরাদ্দের সময় বাগেরহাটের এমপি শেখ হেলাল উদ্দিন, তার ছেলে শেখ সারহান নাসের তন্ময়(এমপি), পুলিশ সুপার আল-বেলি আফিফা, জেলা আওয়ামীলীগ সভাপতি মাহাবুব আলী খাঁন ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জিএম সিহাবউদ্দিন আজম ছাড়াওে সরকার দলীয় স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন