অনেক জল্পনা কল্পনার পর অর্ধবাষিক বাণিজ্য আলোচনা শুরু করতে সম্মত হয়েছে আমেরিকা ও চীন। অর্থনীতি ও বাণিজ্য বিষয়ক ব্যাপারগুলো প্রাধান্য পাবে এই আলোচনায়। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই এই বাণিজ্য আলোচনা বন্ধ হয়ে যায়।
ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, এই ধরনের বাণিজ্য আলোচনা প্রেসিডেন্ট বুশের সময় থেকে শুরু হয়ে প্রেসিডেন্ট ওবামার সময় পর্যন্ত চলেছিল। আগামী বুধবার চীনের সাথে প্রথম পর্বের বাণিজ্য চুক্তির সাথে পূর্বের এই বাণিজ্য আলোচনাও শুরু হতে যাচ্ছে।
সূত্র – রয়টার্স।
আনন্দবাজার/জায়েদ