ঢাকা | বৃহস্পতিবার
২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরে টিকেট পেয়েও যাদের নৌকায় চড়া হল না

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছিলেন কানাই লাল বিশ্বাস ও মোঃ আশরাফুর রহমান। পিরোজপুর-২ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছিলেন কানাই লাল বিশ্বাস এবং পিরোজপুর-৩ আসনে পেয়েছিলেন মোঃ আশরাফুল রহমান।

কানাই লাল বিশ্বাস পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক। আশরাফুর রহমান কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পিরোজপুর জেলা আওয়মীলীগের বর্তমান কমিটির সদস্য। অবশ্য আশরাফুর রহমান ২০১৮ সালে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন্। পরে কেন্দ্রীয় নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।

কানাই লাল বিশ্বাস বলেন, আমি এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছি। আওয়ামীলীগের সাংগঠনিক প্রধান শেখ হাসিনা। তিনি রাজনীতির বৃহত্তর স্বার্থে এবং একটি সুষ্ঠ নির্বাচনের স্বার্থে তিনি যদি মনে করেন যে কোনো সিদ্ধান্ত গ্রহন করার। একজন কর্মী হিসেবে সে সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। আর এ মেনে নেয়াটা রাজনৈতিক শিষ্টাচার। এ জন্য আমি নির্বাচন থেকে সরে দাড়িয়েছি। পিরোজপুর-৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমান বলেন,আমিও এবারই প্রথম আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছি। দলের বৃহত্তর স্বার্থে আমি আমার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি।

প্রসংগত পিরোজপুর -২ আসনটি জাতীয় পার্টি( জে পি )কে ছেড়ে দেয়া হয়েছে। এ আসনে জেপির প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু। আর পিরোজপুর-৩ আসন ছেড়ে দেয়া হয়েছে জাতীয় পাটিকে। এ আসনে জাপা – র প্রার্থী মোঃ মাশরেকুল আজম রবি। তিনিও এব্রাই প্রথম মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টি থেকে।

এ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ডা; রুস্তুুম আলী ফরাজী । যিনি জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি। তার দল জাতীয় পার্টি তাকে এবার মনোনয়ন না দেয়ায় তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। ২০১৮ সালে তিনি মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। এর আগে তিনি পিরোজপুর -৩ আসনের একাধিকবারের নির্বাচিত সংসদ সদস্য।

সংবাদটি শেয়ার করুন