ঢাকা | বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেগান মারকেলের হলিউডে ফেরার সংকেত

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মারকেল সম্প্রতি ঘোষণা দিয়েছেন রাজকীয় দায়িত্ব ছাড়ার। তাদের এ ঘোষণার পরপরই জানা গেল, ডিজনির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেগান।

রিপোর্টার বলছে, কানাডায় স্বামী হ্যারি ও সন্তান আর্চিকে নিয়ে ছয় সপ্তাহের ছুটি কাটাতে যাওয়ার আগে ডিজনিতে কণ্ঠ দিয়েছেন মেগান। আর এ থেকে প্রাপ্ত অর্থ হাতি রক্ষার কাজে খরচ করবেন তিনি।

রাজবধূ হওয়ার আগে হলিউডে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে সুনাম কুঁড়িয়েছেন মেগান মারকেল। আর রাজপরিবারের সদস্য হওয়ায় শর্ত হিসেবে তাকে অভিনয় থেকে সরে আসতে হয়েছিল।

এদিকে ডিজনির সঙ্গে মেগানের নতুন এই চুক্তি তার অভিনয়ে ফেরার ইঙ্গিত হিসেবে দেখছেন কেউ কেউ।

মেগান ও হ্যারি রাজপরিবার থেকে সরে দাঁড়ানোর যে ঘোষণায় ‘স্বাধীনভাবে অর্থ উপার্জন’ করার কথা উল্লেখ করেছিলেন। এটিও মেগানের অভিনয়ে ফেরার ইঙ্গিত মনে করছেন অনেকেই।

আনন্দবাজার/তাঅ

সংবাদটি শেয়ার করুন