দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার দুটি আসনের ৩জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করে প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছে। এর মধ্যে জয়পুরহাট-১ আসনের ২জন ও জয়পুরহাট- ২আসনে ১জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন: জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী- রানী রাবেয়া আসরী ও মোছা.আলেয়া বেগম এবং জয়পুরহাট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো: আতোয়ার হোসেন।
এর ফলে এখন জয়পুরহাট- ১ আসনে ১০জন প্রার্থীর মধ্যে ৮জন বৈধ এবং জয়পুরহাট-২ আসনে ৯জন প্রার্থীর মধ্যেও ৮জন বৈধ প্রার্থী থাকলেন ।
জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট- ১ আসনের স্বতন্ত্র প্রার্থী রানী রাবেয়া আসরীর মনোনয়ন পত্রে ৫জন ভোটারের স্বাক্ষর সঠিক না হওয়ায় ও মোছাঃ আলেয়া বেগমের মনোনয়ন পত্রে ৫জন ভোটারের ভুয়া স্বাক্ষর হওয়া সহ মনোনয়ন যাচাই-বাছাই কালে অনুপস্থিত থাকা এবং জয়পুরহাট- ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মোঃ আতোয়ার হোসেনের মনোনয়ন পত্রে ১জন ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়া সহ তার প্রস্তাবকারী ও সমর্থনকারীকে উপস্থিত করতে না পারায় তার মনোনয়ন প্রাথমিক ভাবে বাতিল করা হয়েছে।