ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সূচকের ঊর্ধ্বগতি

শেয়ারবাজারে সপ্তাহ জুড়ে টানা দরপতেনের পড়  বৃদ্ধি পেয়েছে শেয়ারের সূচক। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বগতিতে চলছে লেনদেন। আজ ডিএসইর বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে ।

এখন পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে ৮২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। শেয়ারবাজার বিশ্লেষণে দেখা যায়, এখন পর্যন্ত ডিএসইতে ৩১০টি কোম্পানি এবং মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর ভিতরে দর  বৃদ্ধি পেয়েছে ২৩৯টির, অন্যদিকে কমেছে ৩৫টির ও অপরিবর্তিত আছে ৩৬টির

দেশের অন্য শেয়ারবেজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এখন পর্যন্ত ১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৬২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৮৩১ পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত সিএসইতে ৯০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মাঝে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৯টির ও অপরিবর্তিত রয়েছে ১০টির।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন