ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

নীলফামারীতে ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

নীলফামারী বড় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ব ঘোষিত সমাবেশ করতে দেয়নি প্রশাসন। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আওতায় সমাবেশ করার ঘোষণা অনুযায়ী রবিবার দুপুর ২টায় বড় মাঠে সমাবেশ করার কথা ছিল। সে অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর পুলিশ প্রশাসন সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখা।

বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু, নিরপেক্ষ জাতীয় নির্বাচন, অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন এবং দ্রব্যমূল্যে চরম উর্ধ্বগতি রোধ করে জনদুর্ভোগ লাগবের দাবিতে নীলফামারী জেলা শাখার উদ্যোগে জেলা সমাবেশের আয়োজন করা হয়। কিন্তু প্রশাসনিক অনুমতির সকল প্রক্রিয়া অনুসরণ করার পরেও শেষ মুহূর্তে স্থানীয় প্রশাসন সমাবেশ করতে দেয়নি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তাৎক্ষণিক ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখা বিকাল সাড়ে ৪ টায় কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন আইএবি মিলনায়তনে সংবাদ সন্মেলন করে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি আলহাজ্ব ইয়াছিন আলী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা নীলফামারী জেলা শাখার উদ্যোগে সমাবেশ করতে চেয়েছি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম শায়খে চরমোনাই।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক(রংপুর বিভাগ) এডভোকেট এম হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সুলতান মাহমুদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আসাদুজ্জামান বিপ্লব, জেলা সেক্রেটারি প্রকৌশলী হাবিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ছগির আলম মিঠু, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি মোঃ লুৎফর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা সভাপতি মোঃ মামুন ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ মাইনুল ইসলাম মিঠুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীলফামারী সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ মোঃ মোস্তাকিম প্রমূখ।

বক্তারা অভিযোগ করে বলেন, আজকের জেলার সমাবেশে সরকার দলীয় স্থানীয় নেতাদের অনৈতিক হুকুমে সমাবেশ স্থলে গিয়ে বাধা প্রদান করেছে যা ন্যাকার জনক। আমরা নিয়মতান্ত্রিক রাজনীতি করি। যথা নিয়মে প্রশাসনকে অবহিত করা সত্তে¡ও সব প্রস্তুতি সম্পূর্ণ হওয়ার পরও হঠাৎ করে প্রশাসন আমাদের সমাবেশ বাতিল করেছে, যা সংবিধান পরিপন্থী বটে। কিন্তু প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করা সত্তে¡ও প্রশাসন আমাদেরকে সমাবেশ করার অনুমতি না দিয়ে নাগরিক অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। তারা বলেন, সভা-সমাবেশ ও মিছিল করা সাংবিধানিক ও নাগরিক অধিকার। এই অধিকার কেড়ে নিয়ে সরকার দেশে বাকশাল কায়েম করেছে।

সংবাদটি শেয়ার করুন