ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সোলাইমানি হত্যায় উল্লাস করেছে আইএস

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন ইরানি আল-কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি। যুক্তরাষ্ট্রের হাতে তিনি নিহত হওয়ায় উল্লাস প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। খবর: রুশ গণমাধ্যম আরটির।

আইএসের সংবাদমাধ্যম সাপ্তাহিক নাবায় জানায়, আল-কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলাইমানি হত্যা তাদের সমর্থনে আল্লাহর কাজ।

তবে আইএসের এই পত্রিকার সম্পাদকীয় পাতায় সোলাইমানি হত্যাকাণ্ডে যুক্তরাষ্ট্রকে কোন কৃতিত্ব দেয়া হয়নি। এমনকি পত্রিকাটি সোলাইমানির নামও উল্লেখ করেনি। এতে শুধু মাত্র রোমান-পারস্য যুদ্ধের ঘটনা উল্লেখ করে ঐতিহাসিক তুলনা টানা হয়েছে।

বিবিসির সাংবাদিক মিনা আল-লামি এক টুইটবার্তায় জানান, এক শত্রুর হাতে যদি অন্যশত্রু আক্রান্ত হয়, তাহলে এভাবে আত্মতৃপ্তি প্রকাশ করে জঙ্গিরা।

আইএসের হাতে মধ্যপ্রাচ্যের কোনো অঞ্চল নিয়ন্ত্রণ না থাকলেও তারা পুরোপুরি ধ্বংস হয়নি। তবে এই জঙ্গি সন্ত্রাস গোষ্ঠীর বিপর্যয়ে সোলাইমানির আল-কুদস ফোর্সের অনেক অবদান রয়েছে।

ইরাকে আইএস ফিরে আসতে পারে এমন সম্ভাবনার কারণে ইরাক থেকে সেনা প্রত্যাহারে অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এদিকে সোলাইমানি হত্যাকাণ্ড স্বর্গী হস্তক্ষেপ আখ্যায়িত করে নিজেদের আগের আবস্থায় ফিরিয়ে আনতে সহায়তা করবে বলে জানিয়েছে আইএস।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন