ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৩”এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

“ইঁদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গত ৯ অক্টোবর থেকে আগামী ৮ নভেম্বর পর্যন্ত ইঁদুর নিধন অভিযান অব্যাহত থাকবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক প্রশাসক পঙ্কজ ঘোষ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু সাঈদ, অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো. জাকির হোসেন, অতিরিক্ত উপ পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ শাহিনা বেগম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, উপজেলা কৃষি অফিসার আতিক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনুল আবেদীনসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে মাস ব্যাপী ইঁদুর নিধন অভিযানের করণীয় বিষয়ে আলোচকগণ বক্তব্য রাখেন এবং ২০২২- ২৩ অর্থবছরের জেলার শ্রেষ্ঠ তিনজন ইদুর নিধনকারী কৃষককে পুরস্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করুন