নীলফামারীতে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে জেলা যুবলীগ। দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে মঙ্গলবার বিকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি মিছিল বের হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্থানীয় স্মৃতি অম্লান পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সহসভাপতি সুধীর চন্দ্র রায়, যুগ্মসাধারণ সম্পাদক জাফর সাদেক তুহিন, সাংগঠনিক সম্পাদক আবু সুফি সবুজ, সদর উপজেলা যুবলীগের সভাপতি প্রণবানন্দ রায় রাখাল প্রমুখ। সমাবেশে জেলা ও সদর উপজেলা যুবলীগের আওতাধীন পনেরটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকরাসহ পৌর ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও দেশের বাইরে বসে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। বক্তারা এসময় সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন মুলক কর্মকান্ডের কথা উল্লেখ করে বলেন, একমাত্র দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশের উন্নয়নের রুপকার। তাই বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়েছে।