শান্তিতে আমিই নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য, বললেন ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার ওহাইওর টলেডোতে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি গতবারের নোবেল পুরস্কার নিয়েও বেশ সমালোচনা করেন।
আরও পড়ুন : ফেসবুকে আমি নাম্বার ওয়ান
ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, আমার একটি চুক্তির কারণে একটি দেশকে রক্ষা পেল। আর আমি শুনতে পেলাম ঐ দেশেরই প্রধান দেশ রক্ষার জন্য শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। বড় যুদ্ধ থেকে দেশটিকে রক্ষা করেছিলাম। এভাবে অনেকবার অনেক দেশ রক্ষা করেছি। কাজেই শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য আমিই।
আরও পড়ুন : আলোচনায় থাকতে গড়ে প্রতিদিন ১৫টি মিথ্যা বলেন ট্রাম্প
তবে এবারে শান্তিতে নোবেল পুরস্কার পান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি। নোবেল কমিটি জানায়, প্রতিবেশী ইরিত্রিয়ার সঙ্গে নিজ দেশের দ্বন্দ্ব সমাধানে বড় ভূমিকা রাখায় তাকে সম্মানজনক এ পুরস্কার দেওয়া হয়েছে। বিবিসি, আল জাজিরা।
আনন্দবাজার/শহক