ভারতের কেন্দ্রীয় ব্যাংক থেকে ৩৫০০০ থেকে ৪৫০০০ কোটি রুপি নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। ভারতে চলমান অর্থনৈতিক সংকট সামাল দেওয়ার জন্য এই পদক্ষেপ নিচ্ছে সরকার।
এটি বাস্তবায়িত হলে টানা তিন বছর ভারতের কেন্দ্রীয় সরকারকে অর্থনৈতিক সংকট সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হল।
ভারতের বাৎসরিক বাজেট উপস্থাপনের আগে এই পদক্ষেপ নিল সরকার।
বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আয় কম হওয়ায় এবং এর ফলে সরকারের খরচের হিসাব মেলাতে না পারায় মোদি কয়েকদিন আগে ভারতের শীর্ষ শিল্পপতিদের সাথে বৈঠকে বসেন। ওই বৈঠকের পরেই সরকার কেন্দ্রীয় ব্যাংক থেকে লভ্যাংশ নেয়ার ব্যাপারে তোড়জোড় শুরু করে।
তবে এই ব্যাপারে সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের কেউই মুখ খুলতে রাজি হয় নি।
আনন্দবাজার/জায়েদ