জার্মানভিত্তিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি বিএমডব্লিউ গত বছরে ২৫ লাখ গাড়ি বিক্রি করেছে। প্রতিদ্বন্দ্বী ডাইমলার বিক্রি করেছে ২৩ লাখ কার।
গত বছরে চীন এবং আমেরিকাতে রেকর্ড পরিমাণ বিক্রি হয়েছে। তবে ইউরোপে বিক্রি কমেছে।
বিএমডব্লিউ বলছে, চীনে তুমুল চাহিদার কারণে ২০২০ সালে তারা আরো বেশি পরিমাণে বিক্রির আশা করছে।
আনন্দবাজার/জায়েদ