ঢাকা | শনিবার
৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রকলি চাষে আগ্রহ বাড়ছে কৃষকের

শীতকালীন সবজি ব্রকলি চাষ করে সফল মাগুরার কৃষকরা। পুষ্টি গুণে সমৃদ্ধ ব্রকলির বাজার চাহিদাও ব্যাপক। পাশাপাশি শাক-সবজিরও আবাদ করছেন তারা।

অল্প খরচে বেশি লাভ হওয়ায় ব্রকলি চাষে আগ্রহী হয়ে উঠছেন এ অঞ্চলের কৃষকেরা।

মাগুরার সবজি চাষি জানান, মাগুরায় ব্রকলির ব্যাপক চাহিদা। বাজারে ব্রকলির দাম বেশি হওয়ায় আমি এ বছর পাঁচ শতাংশ জমিতে চাষ করেছি। আমার দেখাদেখিতে গ্রামের অনেক কৃষক ব্রকলি চাষ করেছেন। আগামী বছর এ সবজির আবাদ আরও বাড়বে বলেও তিনি আশা করেন।

ব্রকলি চাষে লাভ বেশি। তাই দিন দিন মাগুরায় ব্রকলির চাষ বাড়ছে বলেও জানান তারা।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় থেকে জানা যায়, চলতি মৌসুমে এ জেলায় শীতকালীন ব্রকলি চাষ হয়েছে প্রায় ২০ শতাংশ জমিতে। সবজি পুষ্টি গুণে সমৃদ্ধ এ সবজি চাষে লাভ বেশি হাওয়ায় কৃষকদের আগ্রহ বাড়ছে। আগামী বছর ব্রকলি চাষ বেশি হবে বলেও আশা করছে কৃষি অধিদপ্তর।

কৃষি বিভাগের সার্বিক তদারকিতে শীতকালীন শাক-সবজি চাষে বাম্পার ফলন হয়েছে। ক্ষেতের ভালো ফলন দেখে সফলতার হাসি ফুটছে কৃষকের মুখে বলে জানান উপ-পরিচালক জাহিদুল।

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন