ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুনে অন্তত ১১৩ জনের মৃত্যু

ইরাকে বিয়ের অনুষ্ঠানে আগুনে অন্তত ১১৩ জনের মৃত্যু

ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভে প্রদেশের হামদানিয়া জেলায় বিয়ের অনুষ্ঠানে আগুনে অন্তত ১১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১৫০ জনের বেশি।

সংবাদ সংস্থা রয়টার্সর বুধবার (২৭ সেপ্টেম্বর) প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার স্থানীয় সময় আনুমানিক রাত পৌনে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিনেভে প্রদেশের ডেপুটি গভর্নর হাসান আল আলাক রয়টার্সকে বলেন, এখন পর্যন্ত ১১৩ জনের মৃত্যুর নিশ্চিত জানা গেছে।

প্রতিবেদনে স্থানীয় দমকল বাহিনীর বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে, অনুষ্ঠানে আতশবাজির পর আগুনের ঘটনা ঘটে। আগুন থেকে বেঁচে যাওয়া ইমাদ ইয়োহানা (৩৪) সংবাদ সংস্থাটিকে বলেন, ‘আমরা আগুনের লেলিহান শিখা পার্টি সেন্টারের ভেতর থেকে আসতে দেখি। মানুষজনকেও সেখানে থেকে দৌড়ে বের হতে দেখি। প্রাণে বাঁচা মানুষদের বিধ্বস্ত দেখাচ্ছিল।’

ঠিক কতজন মারা গেছেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান প্রদেশের গভর্নর নাজিম আল-জুবৌরি। কেননা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ আল বদর বলেন, ‘ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার সব চেষ্টা চলছে।’

এছাড়াও, দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ জানায়, এ ঘটনায় ১৫০ জনের বেশি আহত হয়েছেন। ইরাকের দমকল বাহিনীর বার্তায় বলা হয়, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে যে সেখানে আতশবাজির আয়োজন করা হয়েছিল। সেখান থেকে আগুন লেগে থাকতে পারে।’

গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আগুন লাগার সময় ঘটনাস্থলে এক হাজার জনের উপস্থিত থাকার তথ্য জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন