ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে পাটজাত পণ্য ও বাজারজাত করণ শীর্ষক কর্মশালার সমাপনী

নীলফামারীতে পাটজাত পণ্য ও বাজারজাত করণ শীর্ষক কর্মশালার সমাপনী

এসএমই ফাউন্ডেশন ও জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ(নাসিব) নীলফামারী জেলা শাখার উদ্যোগে পাটজাত পণ্য ও বাজারজাত করণ শীর্ষক ৫দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা বুধবার বিকেলে শেষ হয়েছে। সমাপনী দিবসে প্রশিক্ষণ গ্রহনকারীদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুর রহমান।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সন্মেলন কক্ষে নাসিব নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে সমাপনী দিবসে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের জেডিপিসি রংপুরের সেন্টার ইনচার্জ মোহাম্মদ দিদারুল হক, সন্মিলিত সাংস্কৃতিক জোটের নীলফামারী জেলা শাখার আহবায়ক আহসান রহিম মঞ্জিল, নাসিবের নীলফামারী জেলা শাখার পরিচালক ফরিদা খানম, প্রশিক্ষণ গ্রহনকারী সোহানী আক্তার প্রমূখ।

নীলফামারী জেলার ৬টি উপজেলার ৩০জন উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহন করেন। গত ১৬ সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ প্রদান করেন মোবাশ্বেরা রওমতুল্লাহ। পাটজাত পণ্য ও বাজারজাত করণ ইন্টানেটের মাধ্যমে ব্যবসার দ্রæত প্রসারের জন্য অনুষ্ঠানের প্রধান অতিথি নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুর রহমান জেলা প্রশাসনের পক্ষ থেকে নাসিব কমিটির সদস্যদের হাতে একটি ল্যাপটপ এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু একটি স্কানার ও একটি প্রিন্টার তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন