ঢাকা | শুক্রবার
৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পুজিবাজারে টানা পাঁচদিন দরপতন

সরকার নানা পদক্ষেপ নেওয়ার পরও দেশের পুজিবাজারে দেখা মিলছেনা কোন অগ্রগতি। বিদায়ী বছর পুরোটা সময় জুড়ে শেয়ারবাজারের দিন কেটেছে দরপতন দিয়ে। এমনকি নতুন বছরও শুরু হয়েছে দরপতন দিয়ে। নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে দেশের পুঁজিবাজারে টানা পাঁচ কার্যদিবস দরপতন হয়েছে। আগের চারদিনের মতই বৃহস্পতিবারও (৯ জানুয়ারি) দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্ট।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূচক কমেছে ১১৯ পয়েন্ট। সূচকের সাথে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। কিন্তু এদিন উভয় বাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ।

এর আগে টানা চারদিনে ডিএসইর সূচক কমেছে ২৩১ পয়েন্ট। সবমিলে পাঁচদিনের ডিএসইর সূচক কমলো ২৬২ পয়েন্ট। আর তাতে বিনিয়োগকারীদের বাজার মূলধন কমেছে ১৭ হাজার ১৬১ কোটি ১ লাখ ৫৪ হাজার টাকা।

অপর বাজার সিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১১৯ পয়েন্ট কমে ১২ হাজার ৭৬৮ পয়েন্ট দাঁড়িয়েছে। এদিন লেনদেন হয়েছে ১০কোটি ৭২ লাখ ৫২ হাজার ৫৩০ টাকা। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১২৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানির শেয়ারের দাম।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন