ঢাকা | সোমবার
২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকায় ভোট চাইলেন মুহিব্বুর

সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকায় ভোট চাইলেন মুহিব্বুর

বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনা সরকারের গত ১৪ বছরের বিস্ময়কর উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট জনতার কাছে পৌঁছে দিচ্ছেন জনতার নেতা ১১৪, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ মুহিব্বুর রহমান।

মঙ্গলবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে হাতে তিনি লিফলেট বিতরণ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকায় ভোট চান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তরফদার, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম বিশ্বাস, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মঞ্জুরুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ হুমায়ুন কবির প্রমূখ।

জনতার হাতে লিফলেট বিতরণ কালে অধ্যক্ষ মহিব বলেন, ‘দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর সহ লক্ষ লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প দক্ষিণাঞ্চলের মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে। তাই আপনারা উন্নয়নের শপথ নিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন।’

আওয়ামী লীগ সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পটুয়াখালী-৪ নির্বাচনী এলাকায় মাসব্যাপী সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন