ঢাকা | শনিবার
২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সংসদীয় আসন নওগাঁ -২

সংসদীয় আসন নওগাঁ -২

সীমান্ত ঘেসা উত্তরের জনপদ নওগাঁ ৪৭/২ পত্নীতলা – ধামইরহাট আসনটি সব প্রায় সময় বিএনপি’র জন্য অনুকূলে ছিল কিন্তু বিগত নির্বাচনগুলোতে এক পেশে নির্বাচন হয়ে যাওয়ার জন্য আসনটি চলে যায় আওয়ামীলীগের দখলে কিন্তু বিএনপির জনসমর্থন একটুকু কমে নাই বরং আগের তুলনায় অনেক অংশে বৃদ্ধি পেয়েছে।

২০০৮ হতে এই আসনটি তে সংসদ সদস্য হিসাবে আছে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার। দীর্ঘ্যদিন ক্ষমতায় থাকার ফলে দলের নিজেদের মধ্যে নেতৃত্বের কোন্দল, স্বজনপ্রীতি ও দলের ত্যাগী ও প্রবীন নেতাকর্মীদের দূরে রেখে জামায়াত বিএনপির কে বাড়তি সুবিধা দেওয়া সহ বিভিন্ন কর্মকান্ডের ফলে আজ তিনি প্রশ্নবৃদ্ধ।

তাছাড়া তিনি বর্তমানে ব্যক্তিগত ইমেজ সংকটেও পড়েছেন। এই আসনটিতে আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এর পাশাপাশি আওয়ামী হতে একাধিক নমিনেশন প্রত্যাশি আছে। যাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলো নওগাঁ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দলের প্রবীন নেতা যার জন্য আজও ধামইরহাট পত্নীতলায় আওয়ামীগ টিকে আছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমিনুল হক, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আখতারুল আলম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মাহমুদ রেজা মেহেদী, পত্নীতলা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার,বাংলাদেশ কৃষকলীগের ঢাকা মহানগরের সাংস্কৃতি বিষয়ক সম্পাদক বি.এম রশিদ প্রমূখ।

আওয়ামীলীগের নেতাকমী ( একাংশ ) বলেন, ধামইরহাট-পত্নীতলায় বর্তমানের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকারের বিকল্প নেই। কিছু লোকজন বর্তমান সংসদ সদস্যের জনপ্রিয়তায় ইশ্বার্নীত হয়ে এসব মিথ্যা অপপ্রচার করছে। অপর ( একাংশ ) বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামানের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে বলছে তারা এবার এই আসনটিতে সাধারণ ভোটাররা নতুন মূখ চায়।

অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ( বিএনপি) পক্ষে তরুণ প্রজন্মের স্বচ্ছ ইমেজের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য উচ্চ শিক্ষিত ও সুনামধন্য বংশীয় পরিবারের সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নওগাঁ জেলার সাবেক সহ-সভাপতি, পত্নীতলা উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির ১ নং সদস্য আলহাজ্ব খাঁজা নাজিবুল্লাহ চৌধুরী দীর্ঘ্য দুই দশক নেতাকর্মীদের পাশে থেকে দল কে পরিচালনা করে আসছে। পাশাপাশি এলাকার অসহায় দুস্থ মানুষের সেবা দান করে বিপদে-আপদে তাদের পাশে থেকে নিজেকে ভোটারদের মাঝে আস্তার প্রতীক বানিয়ে ফেলেছে। তরুণ প্রজন্মের ভোটারদের কাছে তিনি আইডল। মাঠ পর্যায়ে বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কাছ থেকে আলোচনা করে জানা যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বিএনপি’র যোগ্য প্রার্থী হিসাবে আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী কে দেখছেন।

পাশাপাশি সাবেক বিএনপি’র সংসদীয় এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক শামছুজ্জোহ খান সম্পর্কে মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বিগত দিনে তিনি এমপি থাকা অবস্থায় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে খারাপ ব্যবহার, ক্ষমতার অপব্যবহার করে স্বজনপ্রীতি, বিপুল পরিমানে অর্থের বিনিময়ে পরিবার তান্ত্রিক রাজনীতি, দলের জন্য নিবেদিত ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা, নেতাকর্মীদের চাঁদায় কেনা দলীয় অফিসের জায়গাটি নিজের নামে করা, যার ফলশ্রæতিতে মানুষের মনে তার বিরুদ্ধে নেতিবাচক মনোভাব, তাছাড়া বর্তমান বয়স ও শারীরিক অক্ষমতার কারণে দলীয় কর্মকান্ডে তেমন ভাবে অংশগ্রহণ করতে পাচ্ছেনা। মানুষ চায় পরিবর্তন ও এলাকায় নতুন মূখ।

আওয়ামীলীগ, বিএনপি ছাড়াও মাঠ পর্যায়ে কাজ করছে জামায়াতে ইসলাম বাংলাদেশের নওগাঁ পশ্চিম এর আমীর ইঞ্জিনিয়ার এনামুল হক বিউটি। যার ভোটার সংখ্যাও কম নয় বলে দাবি করছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এর নেতাকর্মীরা। তারা আশাবাদী অবাধ-সুষ্ঠ নির্বাচন হলে ধামইরহাট-পত্নীতলার ইসলামপ্রিয় জনগণ তাদের প্রার্থীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবে। এছাড়াও মাঠ পর্যায়ে জনপ্রিয়তা না থাকলেও কঠোর পরিশ্রম করে সাধারণ ভোটারদের মন যোগাতে কাজ করছে জাতীয়পার্টির কেন্দ্রীয় কমিটির মুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন।

সংবাদটি শেয়ার করুন