ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দর্শকের নজর কাড়ছে জেলের কয়েদীদের তৈরি পণ্য

এবারের ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলায় পাওয়া যাচ্ছে জেলখানায় সশ্রম কারাদণ্ড প্রাপ্ত কয়েদীদের তৈরি পণ্য। পোশাক থেকে শুরু করে আসবাবপত্র অ রান্নার উপকরণসহ নিত্য প্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে কারাপণ্য নামে এই ম্মিনি প্যাভিলিয়নে।

জেলখানার উৎপাদন সেলে পণ্যগুলো তৈরীর মাধ্যমে কয়েদীরা তাদের অপরাধের প্রায়শ্চিত্য করেছেন সাথে যোগ হয়েছে দক্ষতা।  এই দক্ষতাকে কাজে লাগিয়েই হয়তো সাজা শেষ করে জেল থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন তারা।

কারা কর্তৃপক্ষের এই আয়োজনটিকে স্বাগত জানিয়েছে সাধারন জনগণ। পণ্যের মান ও দাম নিয়েও সন্তোষজনক মতামত জানিয়েছে মেলায় আসা দর্শনার্থীরা। সেই সাথে কারাগারের বিক্রয় কেন্দ্র ছাড়াও অন্যান্য জায়গায় এসব পণ্যের বিক্রির উদ্যোগ নিতে পারলে ভাল ফলাফল মিলবে বলে জানিয়েছে।

এই কারাপণ্য নামের মিনি প্যাভিলিয়নে দায়িত্বে থাকা এক কর্মকর্তা জানান, কারাগারকে সংশোধনাগার তৈরির প্রচেষ্টারই একটি অংশ এই কারাপণ্য। কর্মী হওয়ার পাশাপাশি পণ্য বিক্রিতে লাভের অংশ থেকেও কিছু ভাগ পান কয়েদীরা।

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন