ঢাকা | শুক্রবার
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ইরাকে মার্কিন দূতাবাসে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনের ভেতরে দুটি রকেট হামলার ঘটনা ঘটে। এর মধ্যে একটি মার্কিন দূতাবাসের কাছাকাছি বিস্ফোরিত হয়েছে। গতকাল বুধবার রাতে এ রকেট হামলা হয়েছে তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইরাকের সামরিক বাহিনী। খবর:রয়টার্স।

ইরাক সরকারের দপ্তর জানায়, বাগদাদের গ্রিন জোনের ভেতরে অত্যন্ত সুরক্ষিত ভাবে বাসভবন ও বিদেশি দূতাবাসগুলোর অবস্থান। রকেট হামলার সময় গ্রিন জোনের ভেতরে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে ছিল। দুটি রকেটের মধ্যে একটি মার্কিন দূতাবাসের ১০০ মিটারের মধ্যে বিস্ফোরিত হয়।

গত শুক্রবার বাগদাদ বিমানবন্দরে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেমানি নিহত হয়। এরপর ইরাকে যুক্তরাষ্ট্রের এরবিল ও আল-আসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ কারণে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠে।

 

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন