ঢাকা | শুক্রবার
২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে ২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা

জয়পুরহাটে ২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা

জয়পুরহাটে জাতীয় শোক দিবস ও ভয়াল ২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আজ (সোমবার) বিকেলে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বরে- সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন- এমপি।

বিশেষ অতিথি ছিলেন জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ-সভাপতি এসএম সোলায়মান আলী, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্ডল ও যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এ ছাড়া দিবসটি উপলক্ষে- জয়পুরহাট পৌরসভার মেয়র জেলা আওয়ামীলীগ নেতা- মোস্তাফিজুর রহমান মোস্তাকের সৌজন্যে শহরের ১০জন প্রতিবন্ধী ও  হত-দরিদ্রের মাঝে ১০টি ভ্রাম্যমান দোকান বিতরণ করা হয়। 

হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন- এমপি দুস্থদের মাঝে এ সব ভ্রাম্যমান দোকান  হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করুন