ঢাকা | মঙ্গলবার
১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

চলতি সপ্তাহেই আসছে ফেসবুকের নতুন ফিচার

এই সপ্তাহেই সারাবিশ্বে প্রাইভেসি চেকআপ টুলের নতুন সংস্করণ জনসাধারণের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।

গত সোমবার একটি ব্লগ পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ জানায়, ‘হাউ টু কিপ ইওর অ্যাকাউন্ট সিকিউর’ ফিচারের সাহায্যে ফেসবুক অ্যাকাউন্ট নিরাপত্তা আরও বেশি শক্তপোক্ত করা যাবে। শক্তিশালি পাসওয়ার্ড এবং লগইন অ্যালার্টের সাহায্যে।

গ্রাহকের প্রোফাইলের তথ্য কারা দেখতে পাবেন এ ব্যাপারে পর্যালোচনা করতে পারবেন ‘হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার’ ফিচারটির মাধ্যমে। এই ফিচারটিতে ফোন নম্বর, ই-মেইল ঠিকানার মত তথ্যের পাশাপাশি পোস্ট সেটিংস নিয়ন্ত্রণ করা যাবে।

‘হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ’ ফিচারের সাহায্যে গ্রাহক ঠিক করতে পারবেন কে বা কারা তাকে ফেসবুকে দেখতে পাবেন এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন।

গ্রাহক তার ফেসবুকে লগইন করে যে অ্যাপগুলো ব্যবহার করছে সেগুলোতে কি কি তথ্য দেওয়া হচ্ছে তা যাচাই বাছাই করতে পারবে ‘ইওর ডেটা সেটিংস’ ফিচারের মাধ্যমে।

ফেসবুকের ডেস্কটপ সাইটে ‘প্রশ্নবোধক চিহ্নতে’ ক্লিক করে প্রাইভেসি চেকআপ বাছাই করে এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন গ্রাহক।

আনন্দবাজার/তাঅ 

সংবাদটি শেয়ার করুন