ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেলা বারোটা বাজতেই বন্ধ হাসপাতালের বহির্বিভাগের সেবা

বেলা বারোটা বাজতেই বন্ধ হাসপাতালের বহির্বিভাগের সেবা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সারাদেশের বিভিন্ন হাসপাতালে গুলো যেখানে দিনব্যাপী চিকিৎসা সেবা দিছে অপরদিকে বেলা বারোটা বাজতেই বন্ধ করে দেওয়া হয় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের সেবা।

সেবা নিতে আসা রোগীদের এমন অভিযোগ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরজমিনে গিয়ে মিলে তার প্রমাণ।

সরেজমিনে দেখা যায়, ১২টার আগেই টিকেট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে ১০ থেকে বারোজন মহিলা অথচ বন্ধ টিকেট কাউন্টার। বহির্বিভাগের ডাক্তারের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন রোগী দেখবেন না আর । বন্ধ হয়ে যায় ডিসপেন্সারি, ল্যাব।

বরুমচড়া থেকে সেবা নিতে মরিয়ম নামে এক নারী বলেন , তার মেয়ে অসুস্থ তাকে ডাক্তার দেখাতে আসছি এসে দেখি ডাক্তাররা দরজা বন্ধ করে বসে আছে ।

মফিজ নামে আরেক ব্যক্তি বলেন , আমার স্ত্রী অসুস্থ বহির্বিভাগে ডাক্তার দেখাতে এসেছি। ডাক্তার দেখাতে পারিনি।
মফিজ ও মরিয়মের মত এই রকম শতাধিক ব্যক্তি দুপুরে এসে সেবা না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যাই।

নাম প্রকাশে অনিচ্ছুক এক হাসপাতাল কর্মকর্তা বলেন , আজ শোক দিবস উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয়েছে । তাই বেলা বারোটার পর থেকে ইমার্জেন্সি ওয়ার্ড ছাড়া সকল সেবা বন্ধ রাখা হয়েছে ‌।

এই বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রশিদ এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে ও কল রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন