ঢাকা | শনিবার
২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

৭১ ও সময় টিভির টকশো বর্জন করল বিএনপি

বিএনপি

বিএনপির প্রচারবিষয়ক সম্পাদক ও দলের মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ৯ আগস্ট (বুধবার) থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘৭১ টিভি’ ও ‘সময় টিভি’র টকশো বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

তিনি বলেন, ‘আমাদের দলের (বিএনপি) যেসব নেতা টিভি টকশোতে যান, তাঁদের সঙ্গে বসে এ বিষয়ে আলোচনা করা হয়েছে। আলোচনা করে ৭১ টিভি ও সময় টিভির টকশোতে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তাঁদের বলা হয়েছে, তাঁরা যেন ৭১ টিভি ও সময় টিভিতে আর না যান।’

শহীদ উদ্দিন চৌধুরী আরও বলেন, ৯ আগস্ট (বুধবার) থেকে টেলিভিশন দুটির টকশোতে না যাওয়ার এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তা বলবৎ থাকবে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, ৭১ টিভি ও সময় টিভি সরকারকে খুশি করতে নগ্নভাবে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশেষ করে এক দফার চলমান আন্দোলনে নেতৃত্বদানকারী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন প্রচার করে যাচ্ছে। প্রতিষ্ঠান দুটির টকশো অনুষ্ঠানও পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় করার জন্য সাজানো হয়। এ অবস্থায় তাদের টকশো বর্জন করতে নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন