ঢাকা | শুক্রবার
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ইরাকে হামলায় ৮০ মার্কিন সেনা নিহত দাবি ইরানের

ইরাকে যুক্তরাষ্ট্রের এরবিল ও আল-আসাদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জন ‘আমেরিকান সন্ত্রাসী’ নিহত এবং আরও ২০০ জন আহত হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে এ হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।

আজ বুধবার (৮ জানুয়ারি) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরাকের আনবার প্রদেশের আইন আল-আসাদ ও ইরবিলের একটি মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ১৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ে তেহরান। এতে করে ৮০ জন ‘আমেরিকান সন্ত্রাসী’ নিহত হয়েছে।

ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্টেট টিভিতে বলেন, ওয়াশিংটন এ হামলার বদলা নেয়ার চেষ্টা করবে, তাই তেহরান ওই অঞ্চলে আরও ১০০টি লক্ষ্যবস্তু স্থির করে রেখেছে। মার্কিন কর্তৃপক্ষ একটি ক্ষেপণাস্ত্রও মোকাবেলা করতে পারেনি, এ জন্য দুই ঘাঁটিতে অবস্থানরত হেলিকপ্টার এবং সামরিক সরঞ্জাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাত দিয়ে বিবিসি জানায়, ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান এক ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ব্রিফ করবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

গত শুক্রবার (৩ জানুয়ারি) বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন মার্কিন ড্রোন হামলায় ইরানি সামরিক বাহিনীর শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের ‘কঠিন প্রতিশোধ’ নেয়ার হুমকি দিয়েছে ইরান। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও পাল্টা হুমকি দিয়েছেন।এরপরই তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে রাজনৈতিক পরিস্থিতি আবারো অস্থিতিশীল হয়ে ওঠে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন