ঢাকা | বৃহস্পতিবার
২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিল রাশিয়া

পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিল রাশিয়া

সম্প্রতি রাশিয়ার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, এই পাল্টা হামলাযদি চলতে থাকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হতে পারে রাশিয়া।

মেদভেদেভ বলেন, ন্যাটোর সহায়তায় যদি ইউক্রেন এই পাল্টা হামলা অব্যাহত রাখে এবং এর ফলে যদি দেখা যায় আমাদের ভূমি দখল হয়ে যাচ্ছে। তখন রুশ প্রেসিডেন্টের আদেশ বলে আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবো।

এর আগেও বেশ কয়েকবার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন তিনি। হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনকে পশ্চিমা দেশগুলোর সামরিক সহায়তা শুধু রাশিয়ার সঙ্গেই যুদ্ধের পরিধি বাড়াবে তা নয় বরং এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করবে।

আনন্দবাজার/বিবি

সংবাদটি শেয়ার করুন