বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে কমেছে লেনদেন

পুঁজিবাজারে কমেছে লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) বেড়েছে সব সূচকের মান। তবে উভয় পুঁজিবাজারেই কমেছে লেনদেন। মঙ্গলবার (১ আগস্ট) পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষে এ তথ্য জানা যায়।

ডিএসইতে মঙ্গলবার প্রধান সূচক ডিএসইএক্স গত কার্যদিবসের চেয়ে ১৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৮ দশমিক ৭৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ২ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ দশমিক ৮৮ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক বেড়েছে ৩ দশমিক ২৬ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ২ হাজার ১৬০ দশমিক ৬৭ পয়েন্টে।

লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এ ছাড়া সি পার্ল, ফু-ওয়াং ফুডস, জনতা ইন্সুরেন্স, জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, কন্টিনেন্টাল ইন্সুরেন্স, ডেল্টা লাইফ ইন্সুরেন্স ও খান ব্রাদার্স ছিল শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায়।

ডিএসইতে মঙ্গলবার ৩৪০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১০টি কোম্পানির, কমেছে ৬০টির ও অপরিবর্তিত রয়েছে ১৭০টি কোম্পানির শেয়ারের দাম।

তবে ডিএসইতে এদিন কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৪৫ লাখ টাকায় শেয়ার। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৬৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ১১৯ কোটি ২০ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক একচেঞ্জ (সিএসই)

অন্যদিকে দেশের অপর শেয়ারবাজার সিএসইতেও মঙ্গলবার কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে ৮ কোটি ৬৫ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। লেনদেন কমেছে ২ কোটি ২ লাখ টাকা।

আরও পড়ুনঃ  একাদশে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে ৬ জুন

তবে সিএসইতে এদিন বেড়েছে সবকটি সূচকের মান। সিএএসপিআই সূচক ২৬ দশমিক ৬০ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৭ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১০ দশমিক ০৪ পয়েন্টে ও ১১ হাজার ১৮৫ দশমিক ২৮ পয়েন্টে।

এ ছাড়া সিএসই-৫০ সূচক বেড়েছে শূন্য দশমিক ৭৯ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ১ হাজার ৩১৩ দশমিক ২৬ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৯৫ পয়েন্ট ও সিএসআই সূচক ১ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭৪ দশমিক ৫২ পয়েন্টে ও ১ হাজার ১৭৩ দশমিক ৪৭ পয়েন্টে।

সিএসইতে ১৭০ টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৯টির, কমেছে ৩৪টি ও অপরিবর্তিত রয়েছে ৬৭টি কোম্পানির শেয়ার দর।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন