ইরানে পাইলট সহ অন্তত ১৮০ জন আরোহী নিয়ে ইউক্রেনের একটি বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের সূত্র ধরে বিবিসি জানিয়েছে, উড়োজাহাজটি তেহরানের ইমাম খামেনি এয়ারপোর্ট থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।
আজ বুধবার স্থানীয় সময় ভোরে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ালাইনসের বিমানটি দেশটির রাজধানী কিয়েভের পথে রওনা দিচ্ছিল। তবে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার সঙ্গে ইরান-মার্কিন চলমান অস্থিরতার কোনো যোগসূত্র রয়েছে কি না তা এখনো জানা যায়নি।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সূত্র ধরে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানবন্দরের অদূরেই বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার সাথে সাথেই সেখানে উদ্ধারকারী দল পৌঁছে গেছে।
ইরানের জরুরি সেবা বিভাগের প্রধান পির হোসেন কৌলিবন্দ জানিয়েছেন, বিমানটিতে আগুন লেগে গেছে। তবে আমরা আমাদের উদ্ধারকারী দল সেখানে পৌঁছে গেছে। আশা করছি, দ্রুতই অনেক আরোহীকেই উদ্ধার করা সম্ভব হবে।
এদিকে ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, অন্ধকারে একটি ঝাপসা আলোর গোলা ক্রমশ নিচের দিকে পড়ছে। ঠিক অল্প সময়ের মধ্যেই গোলাটি নিচে পড়ে এবং বড় বিস্ফোরণের মতো চারিদিকে আলোর ঝলকানি ছড়িয়ে পড়ে।
আনন্দবাজার/শাহী