জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ এর মূল্যায়ন ও সমাপনী রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল আলম দুদু।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা সরদার মহিউদ্দিন।
অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহের সাতবিভিন্ন কার্যক্রমের প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন ও কর্মসূচির ওপর আলোচনা অনুষ্ঠিত হয় । পরে মৎস্য চাষে অবদান রাখায় কয়েকজন সফল মৎস্যচাষীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।