ঢাকা | বুধবার
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বিদায়ি বছর মূল্যস্ফীতি বেড়েছে

২০১৯ সালে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বৃদ্ধির হার পূর্বের বছরের চাইতে বেড়েছে। গেল বছর জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত গড় মূল্যস্ফীতি হয়েছিল ৫ দশমিক ৫৯ শতাংশ। । অন্যদিকে ২০১৮ সালে গড় মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৫৫ শতাংশ। কিন্ত গেল ডিসেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার আগের মাসের চেয়ে কমেছে।

ডিসেম্বরে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৩ শতাংশ, যা নভেম্বরে ছিল ৬ দশমিক শূন্য ৫ শতাংশ। নভেম্বরে মূল্যস্ফীতি ছিল গত বছরের মধ্যে সবচাইতে বেশি।

মঙ্গলবার পরিকল্পনা কমিশনে একনেক বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল্যস্ফীতির সর্বশেষ এ পরিসংখ্যান তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আনন্দবাজান/এফআইবি

 

সংবাদটি শেয়ার করুন