অবশেষে ‘থ্রি ইডিয়টস’ সিনেমার সিক্যুয়েল নিয়ে পাওয়া গেল সুখবর। গত কয়েক মাস ধরেই চর্চায় ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল। জনপ্রিয় এই সিনেমা র সিক্যুয়েল কি আসলেই তৈরি হবে? সেই প্রশ্ন নিয়েই জল্পনা এখন বলিপাড়ার অন্দরে।
সম্প্রতি ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে মুখ খুললেন অভিনেতা শরমন। এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, পর্দার রাজুরাস্তোগি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, দ্বিতীয় সিনেমার গল্প নিয়ে বেশ কিছুভাবনা আছে তাদের।
শরমনের কথায়, ‘আমরা এর আগেও চিন্তা-ভাবনা করেছি, একাধিকবার আলোচনাও করেছি। আসলে রাজকুমার হিরানি শুধুমাত্র সিক্যুয়েল বানানোর জন্যই ‘থ্রি ইডিয়টস টু’ বানাতে চান না। এর আগে ও তো তিনি সফল ভাবে সিক্যুয়েল বানিয়েছেন। গল্পটাই সেখানে প্রাধান্য পায়। গুণগত মান নিয়ে একেবারেই আপস করতে চান না রাজকুমার স্যার। আমরা তাই আশা করে বসে আছি, একবার গল্পটা চূড়ান্ত হয়ে গেলেই সিনেমার কাজ শুরু হয়ে যাবে।’
আনন্দবাজার/শহক