আবারো মূল্য সূচকের বড়সরো পতন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। মঙ্গলবার ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫০ পয়েন্ট কমে নেমে এসেছে একবারে তলানিতে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক কমেছে ২৩০ পয়েন্ট।
বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট কমে ৪ হাজার ২৮১ পয়েন্টে অবস্থান করছে। যা বিগত ৩ বছর ৮ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০১৬ সালের ২৬ এপ্রিল সূচকের অবস্থান ৪ হাজার ২৮১ পয়েন্টে ছিল।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে ৯৭২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ৪৩৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে আজ মোট শেয়ার লেনদেন হয়েছে ৩২৭ কোটি ৪৬ লাখ টাকার। যা গত কর্মদিবস থেকে ৪৮ কোটি ৩৫ লাখ টাকা কম। গতকালের লেনদেনের পরিমাণ ছিল মোট ৩৭৫ কোটি ৮১ লাখ টাকা।
আজ ডিএসইতে মোট শেয়ার লেনদেন হয়েছে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের। যার মধ্যে ৪২টির দর বেড়েছে, ২৬৯টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির ।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩০ পয়েন্ট কমে ১৩ হাজার ৩ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে টাকার অংকে শেয়ার লেনদেন হয়েছে মোট ১৪ কোটি ৫৪ লাখ টাকার।
আনন্দবাজার/ডব্লিউ এস