সারাবিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত। আরবের এই দেশটির আয়ের অন্যতম উৎস এখন পর্যটন খাত। তাই পর্যটন খাতকে মাথায় রেখে নতুন করে পাঁচ বছরের পর্যটন ভিসা (মাল্টিপল এন্ট্রি) চালু করার সিদ্ধান্ত নিয়েছে দুবাই।
সোমবার (৬ জানুয়ারি) দেশটির মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠক শেষে এক টুইট বার্তায় এ সিদ্ধান্ত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও উপ-রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শেখ মোহাম্মদ জানান, আজ (৬ জানুয়ারি) থেকে আরব আমিরাতে পর্যটন ভিসার ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে পর্যটন ভিসার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত করা হয়েছে। এটি বিশ্বের সকল দেশের পর্যটকদের বেলায় প্রযোজ্য হবে।
গত বছরের দেশটির বার্ষিক পর্যটক সংখ্যা ২ কোটি ১০ লাখ ছাড়িয়ে গেছে। পর্যটন ভিসার নতুন এই নিয়ম ঘোষণার মধ্য দিয়ে আমিরাত বিশ্ব পর্যটনের অন্যতম এক কেন্দ্রে পরিণত হবে বলে, জানিয়েছেন তিনি।
আনন্দবাজার/এম.কে