ঢাকা | বৃহস্পতিবার
১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তাসকিন

ব্যস্ত সময় যাচ্ছে ঢালিউডের খলনায়ক খ্যাত অভিনেতা তাসকিন রহমানের। ‘ঢাকা অ্যাটাক’ দিয়ে ঢালিউডে যাত্রা শুরু করা এই অভিনেতা বর্তমানে কাটাচ্ছেন ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ত সময়। গত নভেম্বর থেকেই তার দিন কাটছে স্কীপ্ট, লাইট আর ক্যামেরার সাথে।

এই মুহূর্তে মোট ৭ টি চলচ্চিত্র আছে তাসকিনের হাতে। যে কারণে শিডিউল মেলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে তাকে। তবে প্রয়োজনে গভীর রাত পর্যন্ত শুটিং করে হলেও এড়াচ্ছেন শিডিউল বিপর্যয়। কাজের ক্ষেত্রে কোন ছাড় না দেয়া এই অভিনেতা তাই তো সব ছুটি বাদ দিয়ে কাজ করে যাচ্ছেন একটানা।

নিজের এই ব্যস্ত শিডিউল নিয়ে তাসকিন বলেন, গত নভেম্বর থেকে একটার পর একটা ছবির কাজ করে যাচ্ছি। হয়তো নিজের জন্য সময় বের করতে পারতাম, কিন্তু শুটিং ওয়েদার অনেক সময় প্রতিকূলে ছিল না, ঠিকমতো কাজ করা সম্ভব হয়নি। নতুন করে শিডিউল মিলিয়ে কাজ করতে হচ্ছে বলে বেগ পেতে হচ্ছে। তাই এখন কোনো ‘ডে অফ’ পাচ্ছি না। তারপরেও কাজটাকে প্রাধান্য দিচ্ছি, ভালো কাজের চেষ্টা করছি।

একসাথে এত কাজ করা নিয়ে তিনি বলেন, প্রতিটি ছবিতে একটা থেকে অন্য চরিত্রে যেতে চ্যালেঞ্জ নিতে হচ্ছে। তবে এটাকে উপভোগ করছি। ছবিগুলো হাতে নেওয়ার কারণ, ম্যাক্সিমাম ছবির গল্প ও নির্মাতা ভালো। আমার মনে হয়েছে, এমন জনরার ছবি এ মুহূর্তে প্রচুর দরকার।

তাসকিন বর্তমানে পরিচালক সৈকত নাসিরের ‘ক্যাসিনো’, এম রাহিমের ‘শান’, দীপঙ্কর দীপনের ‘ঢাকা ২০৪০’, ‘অপারেশন সুন্দরবন’, সৌরভ কুন্ডু’র ‘গিরগিটি’, ফয়সাল আহমেদ ও সানী সানোয়ারের ‘মিশন এক্সট্রিম’ ও সাইফ চন্দনের ‘ওস্তাদ’ নিয়েই তার ব্যস্ত সময় পার করছেন।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন