ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন শুরুর ত্রিশ মিনিট পর অর্থাৎ বেলা ১১টা ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৩৩ পয়েন্টে অবস্থান করে।

ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ৯৮৪ ও ১৪৫১ পয়েন্টে রয়েছে। এরমধ্যে লেনদেন হয়েছে ৬০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ৭৪টির এবং অপরির্বতিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার।

আজ বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- এডিএন টেলিকম, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, এসএস স্টিল, কপারটেক, লাফার্জহোলসিম, খুলনা পাওয়ার, শাহজালাল ব্যাংক ও স্ট্যান্ডার্ড সিরামিক।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন