দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন।
আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
লেনদেন শুরুর ত্রিশ মিনিট পর অর্থাৎ বেলা ১১টা ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৩৩ পয়েন্টে অবস্থান করে।
ডিএসই শরীয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ৯৮৪ ও ১৪৫১ পয়েন্টে রয়েছে। এরমধ্যে লেনদেন হয়েছে ৬০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ৭৪টির এবং অপরির্বতিত রয়েছে ৬২টি কোম্পানির শেয়ার।
আজ বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- এডিএন টেলিকম, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, এসএস স্টিল, কপারটেক, লাফার্জহোলসিম, খুলনা পাওয়ার, শাহজালাল ব্যাংক ও স্ট্যান্ডার্ড সিরামিক।
আনন্দবাজার/ইউএসএস