ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জমজমাট নওগাঁর শিল্প ও বা‌ণিজ্য মেলা

নওগাঁয় জমে উঠেছে শিল্প ও বা‌ণিজ্য মেলা। চোখ ধাঁধানো  সব আলোকসজ্জা আর দৃ‌ষ্টিনন্দন পা‌নির ফোয়ারা দিয়ে সাজানো হয়েছে নওগাঁর শিল্প ও বা‌ণিজ্য মেলা। সবার নিজ নিজ পছ‌ন্দের পণ্য কিন‌তে মেলায় ভিড় করছেন ক্রেতারা। বিনোদনের জন্য মেলায় রয়েছে দেশীয় লোকজ সংস্কৃ‌তির ব্যবস্থা।

নওগাঁ শিল্প ও বাণিজ্য মেলার দর্শকদের আকৃষ্ট করছে পানির ফোয়ারা ও আলোকরশ্মির দৃষ্টিনন্দন খেলা। ভিড় বাড়ছে হরেক রকম পণ্যে ঠাসা দোকানগুলোতে। গ্রামীণ বাহারি পিঠা পু‌লির দোকান গুলো ধরে রেখেছে শীতের আমেজ।

নওগাঁ শাখার সহ সভাপতি জান্নাতুল ফের‌দৌস পাপ‌ড়ি বলেন, এই শিল্প ও বা‌ণিজ্য মেলার আয়োজন করা হয়েছে পু‌লিশ নারী কল্যাণ স‌মি‌তির (পুনাক) এর উদ্যোগে।

এই মেলাতে রয়েছে সর্বমোট ১১০ টি স্টল। প্রতিদিন সন্ধ্যায় মেলায় শিল্পী‌রা প‌রি‌বেশন কর‌ছেন দেশীয় লোক সংগীত। এই সংস্কৃ‌তিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে দর্শনার্থী ও ক্রেতাদের বিনোদনের জন্য।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন