ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মদিন ও তাঁতীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিদ্ধিরগঞ্জে তাঁতীলীগের উদ্যোগে

সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ এবং বাংলাদেশ তাঁতীলীগের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার (১৯ মার্চ) সন্ধ্যায় এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিকেলে তাঁতীলীগের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদের নেতৃত্বে একটি বিশাল আনন্দ র‌্যালী বের করা হয়।র‌্যালীটি সিদ্ধিরগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আদমজীর কিংস প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে আলোচনা সভা ও দোয়া মাহফিলে মিলিত হয়।

এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সভাপতি প্রকৌশলী লায়ন মো: ইউসুফ আলী মাসুদের সভাপতিত্বে এসময় আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের যুগ্ন আহবায়ক কাজী ফজলুল কাদের জীবন, সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খন্দকার মানিক মাষ্টার, নাসিক ৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: সিরাজুল ইসলাম আপন। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান প্রধান, সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কেরামত আলী, সাংগঠনিক সম্পাদক মো: শামীম আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: বশির, স্বাস্থ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো: হেলাল, উপ-প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক জামাল হোসেন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সুমনা আক্তার প্রমুখ।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন